প্রতিষ্ঠানের ইতিহাস

১৯৮৪সালে প্রতিষ্ঠিত
সভাপতির বাণী

মানব জাতির সূচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলছে। আর শত সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যাণে সমাজ হিতৈষী ব্যক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হন। এমনিই ভাবেই দক্ষ, অভিজ্ঞ, জ্ঞানের সু বাতাস ছড়ানো হয়। আকালু চর কয়েড়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার ফলে শিক্ষার্থীরা এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি, বাংলা বিজ্ঞান আইসিটি সকল বিষয়ে তারা জ্ঞান অর্জন করতে পারছে। ১৯৮৪ সাল হতে প্রতিষ্ঠানটি অদ্যাবধি শ্রেণি কার্যক্রম পরিচালনা করছে। এবং প্রতি বছরের ন্যায় এ বছর ও আকালু চর কয়েড়া দাখিল মাদ্রাসার দাখিল মাদ্রাসার পরীক্ষায় পাশের হার ৮২.৬১ %।আমরা চাই ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন ভালো রেজাল্ট করতে পারে এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এটাই হচ্ছে আকালু চর কয়েড়া দাখিল মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য।
সুপারের বাণী

১৯৮৪সালে প্রতিষ্ঠিত হয় আকালু চর কয়েড়া দাখিল মাদ্রাসা। আকাল এবং চর কয়েড়া দুই গ্রামের মাঝামাঝি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এখানে আরবি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের গণিত বাংলা ইংলিশ আইসিটি বিজ্ঞান সকল বিষয়ে পড়ানো হয়। যাতে করে শিক্ষার্থীরা একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এবং আকালু চর কয়েড়া দাখিল মাদ্রাসার সুনাম অর্জন করতে পারে। এটাই হচ্ছে আকালু চর কয়েড়া দাখিল মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য। এমনকি এখানে লেখা পড়া করে শিক্ষার্থীরা দিনি শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, এবং দেশ ও দশের খেদমত করতে পারে।